বাকেরগঞ্জ প্রদিনিধি:
প্রতিবছরের ন্যায় ০৭ নভেম্বর শনিবার “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক ৪৯তম জাতীয় সমবয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান), মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম (মিনু), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক, অমল চন্দ্র দাস শিবু, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন শাপলা ঋণ দান ও সমবায় সমিতির সভাপতি রতন কুমার সরকার, দুর্গাপুর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার রাইজুল ইসলাম লাবু, এছাড়ও উপস্থিত ছিলেন রচডেল বাংলাদেশ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম স্বজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ সেলিম, যুগ্ম-সাধারণসম্পাদক মেহেব্বুল−াহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ ও সদস্য বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ রিয়াদ খান। উপস্থাপনা করেন ফ্রেন্ড সার্কেল বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নুর হোসেন গাজী। সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী পরিদর্শক মোঃ সোহাগ, মোঃ ইউসুফ আলী মৃধা।