বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ-৬ আসনের সাবেক এমএনএ/এমপি, শ্রমিকলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম আব্দুল মান্নানের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। তিনি ১৯৮৬ সালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ উপলক্ষে উপজেলার কলসকাঠী ইউনিয়নে মান্নান স্মৃতি পরিষদের পক্ষ থেকে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বরেণ্য এই রাজনীতিবিদ মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী সরকারের নির্দেশে দেশের বাহিরে থেকে ফান্ড সংগ্রহ ও বহিঃবিশ্বের জনমত আদায়ের অন্যতম ভূমিকা রেখেছেন। তার অবদান বাকেরগঞ্জবাসী সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই মহান নেতার মৃত্যুদিনে আমরা তার জীবনাদর্শ থেকে নতুন করে প্রেরণা লাভ করতে পারি। তার পরিবারের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তার ভাতিজা শহীদুল ইসলাম সাহীদ ও তার ছেলে এ.কে.এম তিতুমীর।